Site icon Jamuna Television

বেনাপোলে যাত্রীর পেটের ভেতর মিললো ৫টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় ইব্রাহিম ব্যাপারী নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভিতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় আটক করা হয়েছে ওই যাত্রীকে।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সিগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের ডেপুটি পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।

তিনি বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version