Site icon Jamuna Television

ভিকারুননিসায় ৫৬ সহোদর ভর্তি ইস্যুতে হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৫৬ জন সহোদরকে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ভর্তির নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার করা ৪টি আবেদন খারিজ করে দেন আদালত। আইনজীবীরা জানান, বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর বা যমজ ভাইবোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি যাচাইবাছাই কমিটিকে তাদের ভর্তি করতে বলা হয়েছে।

/এম ই

Exit mobile version