Site icon Jamuna Television

নৌবাহিনী প্রধানের সাথে সৌদি নৌপ্রধানের সাক্ষাৎ

৪ দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল গোফায়েলি।

সোমবার (৬ মার্চ) সকালে বনানী নৌ-সদর দফতরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধানকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান। তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে সকালে রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতীম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা তুলে ধরেন। ৮ মার্চ সফর শেষে সৌদি নৌবাহিনী প্রধান ঢাকা ত্যাগ করবেন।

ইউএইচ/

Exit mobile version