Site icon Jamuna Television

মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে দ্বন্দ্বে পুত্রের লাঠির আঘাতে পিতা হান্নান মন্ডলের (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ঋণের কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনায় ছেলেরা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বাবা হান্নান মন্ডলকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই হান্নান মন্ডলের মৃত্যু হয়।

ইউপি সদস্য (মেম্বার) আলিম গাজী জানান, পারিবারিক কলহে হান্নান মন্ডল মারা গেছে বলে শুনেছি।

সাবেক মহিলা মেম্বার মাজেদা খাতুন জানান, ঋণের কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে গণ্ডগোল হলে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলযোগের এক পর্যায়ে সে মারা যায়।

মহেশপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, আমরা বিষয়টি খোজ-খবর নিচ্ছি এবং লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

ইউএইচ/

Exit mobile version