Site icon Jamuna Television

অভিষেকে নেমেই রেকর্ড রেহানের

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লেগ স্পিনার রেহান আহমেদের।

ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়লেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ। দেশটির সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার এখন তিনিই।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হয়েছে রেহানের। আর তাতেই ভেঙ্গেছেন বেন হোলিউকের গড়া ২৬ বছর আগের রেকর্ড। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের সময় বেনের বয়স ছিলো ১৯ বছর।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি ক্রিকেটারও হবেন রেহান। এর আগে গত ডিসেম্বরে দেশটির সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন এ লেগস্পিনার।

/এসএইচ

Exit mobile version