Site icon Jamuna Television

বৈশ্বিক সংকটকে কাজে লাগিয়ে চক্রান্ত করছে একটি দল: নৌপ্রতিমন্ত্রী

বৈশ্বিক সংকটকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা নিচ্ছে একটি দল। কিন্তু তাদের চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে মেরিটাইম ল সোসাইটির আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর উদ্যোগে মেরিন সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেয়া হলেও পরবর্তীতে বাংলাদেশ এর সুফল ভোগ করতে পরেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবারও মেরিন একাডেমি প্রতিষ্ঠা ও সামুদ্রিক সম্পদ কাজে লাগানোর পাশাপাশি মেরিন সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি হচ্ছে।

ইতোমধ্যেই ৪টি মেরিন একাডেমি প্রতিষ্ঠা এবং আরও ৩টি উদ্বোধনের অপেক্ষায় আছে বলে জানান তিনি। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদিরসহ অন্যান্যরা।

/এমএন

Exit mobile version