Site icon Jamuna Television

ত্রিদেশীয় টুর্নামেন্ট; সৌদি আরবে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা (ছবি: সংগৃহীত)।

ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমদিনের মত সৌদি আরবে অনুশীলন করেছে বাংলাদেশ। সোমবার (৬ মার্চ) দলের বাকি ১৮ সদস্য মদিনায় পৌঁছেছেন।

এর আগে, রোববার (৫ মার্চ) সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশ দলের ১৬ সদস্যকে নিয়ে করা হয় প্রথম দিনের অনুশীলন। বাকি সদস্যরা লম্বা জার্নিতে থাকায় এদিন বিশ্রাম দেয়া হয় তাদেরকে।

আগামী মঙ্গলবার (৭ মার্চ) পুরো দল নিয়েই অনুশীলন শুরু করবেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মার্চের ২০ থেকে ২৮ মার্চ বাংলাদেশের সিলেটে হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি। সেটিকে সামনে রেখেই সৌদি আরবে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

/এসএইচ

Exit mobile version