Site icon Jamuna Television

গোড়ালিতে ইনজুরি; চলতি মৌসুমে আর মাঠে নামবেন না নেইমার

বিবিসি থেকে নেয়া ছবি।

পিএসজির হয়ে খেলতে নেমে গত ১৯ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমার। চোট সারিয়ে তুলতে নেইমারের পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন নেইমারের চিকিৎসকরা। অপারেশনের কারণে চলতি মৌসুমে হয়তো আর মাঠে নামতে পারবেন না নেইমার। খবর বিবিসির।

সোমবার (৬ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পিএসজি।

বিবৃতিতে পিএসজি জানিয়েছে, জরুরি ভিত্তিতে নেইমারের গোড়ালির অস্ত্রোপচার করাতে হবে। এরপর দলীয় অনুশীলনে ফিরতে তার তিন মাসের মতো সময় লাগবে। আর, মাঠে ফিরতে সময় লাগতে পারে আরও চার মাস। অর্থাৎ, চলতি মৌসুমে মাঠে নামার আর সম্ভাবনা নেই এ পিএসজি সুপারস্টারের। 

প্রসঙ্গত, নেইমারের ইনজুরিতে পড়া মোটেও নতুন কোনো ঘটনা নয়। সর্বশেষ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেও তিনি ইনজুরিতে পড়েছিলেন। সেবারও তার গোড়ালির ইনজুরি ধরা পড়েছিল। এর আগে, ২০১৮ বিশ্বকাপের আগে নেইমারের পায়ের পাতায় চিড় ধরা পড়েছিল। ওই ইনজুরি থেকে ফিরতেও লম্বা সময় লেগেছিল তার।

/এসএইচ

Exit mobile version