Site icon Jamuna Television

সমাজ পরিবর্তন না হলে বিজ্ঞান-প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ কঠিন হবে: নওফেল

সমাজ পরিবর্তন না হলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মতো বিষয়গুলোতে নারীর অংশগ্রহণ অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অ্যাকশন এইড বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শিক্ষাক্ষেত্রে সরকারের পদক্ষেপ তুলে ধরে নওফেল জানান, বাংলাদেশে ষোলো বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেয়া হয়েছে। পাঠ্যক্রমে লিঙ্গ সংবেদনশীলতা নিশ্চিত করতে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে ইনোভেশন ফেয়ার, গেমস, অ্যাওয়ার্ড প্রদানসহ ছিল প্যানেল ডিসকাশন। বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা ইভেন্টে যোগ দিয়ে লিঙ্গসমতার জন্য উদ্ভাবন ও প্রযুক্তির গুরুত্ব, এক্ষেত্রে নারীদের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যতে করণীয় তুলে ধরেন।

/এমএন

Exit mobile version