Site icon Jamuna Television

আজ দোল পূর্ণিমা, রঙে ভেসে যাক সব দুঃখ-বেদনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা বা দোলযাত্রা। পরস্পরকে আবির মাখিয়ে দিনটিকে পালন করছেন তারা। এ দিন সব ভুলে আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।

দোল পূর্ণিমা উপলক্ষ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়েছে। পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই এই দোল খেলার উৎপত্তি।

হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য ধর্মের মানুষও এ উৎসবে অংশ নেয়। শিশু-কিশোররাও মেতে ওঠে এই উৎসবে। একে অন্যকে রং মাখিয়ে মেতে ওঠে উৎসব বরণে।

এসজেড/

Exit mobile version