Site icon Jamuna Television

মেক্সিকোতে পরিত্যক্ত ট্রাক ট্রেইলার থেকে উদ্ধার তিন শতাধিক অভিবাসন প্রত্যাশী

মেক্সিকোয় পরিত্যক্ত একটি ট্রাক ট্রেইলার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৩০০ অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে অভিভাবকহীন শতাধিক শিশুও রয়েছে। খবর ডেইলি মেইলের।

কর্তৃপক্ষ জানায়, দেশটির ভেরাক্রুজ প্রদেশের এক হাইওয়েতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রেইলারটিকে। এ সময় নিখোঁজ ছিল চালক। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট আইএনএম জানায়, মোট ৩৪৩ জন অভিবাসন প্রত্যাশীকে সেই ট্রাক ট্রেইলার থেকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১০৩ জনই শিশু।

জানা গেছে, উদ্ধারকৃত সবার হাতেই ছিল নির্দিষ্ট ব্রেসলেট। যা প্রমাণ করে, কোনো মানবপাচারকারী চক্রের সহায়তায় মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল তারা। উদ্ধারকৃতরা গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের নাগরিক। ট্রেইলারটিতে বৈদ্যুতিক পাখা ও আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ছিল। তারা সবাই সুস্থ আছে বলে জানানো হয়।

গত এক বছরে অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকে সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৮৫৩ জন। মানবপাচারকারীদের কবলে পড়েন এসব অভিবাসন প্রত্যাশী।

এসজেড/

Exit mobile version