Site icon Jamuna Television

ফুটবল মাঠে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার দিন শেষ, ফিফা আনছে নতুন নিয়ম

ফুটবল মাঠে সময় নষ্ট করার বিষয়টি দিন দিন বেড়েই চলেছে। আর এই সমস্যার সমাধানে এবার ‘গেম ক্লক’ নামে এক নতুন নিয়ম আনতে যাচ্ছে ফিফা।

নতুন এই নিয়মে মাঠের মধ্যে থাকা রেফারি ও চতুর্থ রেফারির কাছে একটি ঘড়ি থাকবে। যাতে দেখা যাবে ঠিক কতক্ষণ খেলা হয়েছে। অর্থাৎ, যতক্ষণ বল মাঠের মধ্যে গড়াবে ঠিক ততক্ষণই খেলার সময় হিসাবে ধরা হবে। সেটি রেফারিদের ঘড়িতে দেখাবে। ফলে বল খেলার বাইরে গেলে বা গোলরক্ষক বল ধরে সময় নষ্ট করার চেষ্টা করলে সেই সময় ঘড়ি থেকে বাদ যাবে। এর ফলে ঠিক ৯০ মিনিটের হিসাব পাওয়া যাবে।

হকিতে এই নিয়মেই সময় মেপে খেলা হয়। আর এবার তা চালু হচ্ছে ফুটবলেও।

এসজেড/

Exit mobile version