Site icon Jamuna Television

ওয়ানডে বিশ্বকাপের সেরা চারে বাংলাদেশ

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১৩০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে চারে অবস্থান বাংলাদেশের।

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ইংল্যান্ড উঠে এসেছে টেবিলের শীর্ষে। ২৪ ম্যাচ শেষে ১৫ জয়ে তাদের পয়েন্ট এখন ১৫৫। সিরিজের শেষ ম্যাচ হেরে গেলেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লায়ন্সরা।

অন্যদিকে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অনস্থান চারে। আয়োজক ভারত বাদে আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। যে তালিকায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে বাকি এক দলের লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এসজেড/

Exit mobile version