Site icon Jamuna Television

চট্টগ্রামে তেলবাহী ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের ঘটনায় এখনও দায়ের হয়নি মামলা

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সাথে বাসের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এখন পর্যন্ত পলাতক বাস চালক ও সহকারী। নিহতদের ময়নাতদন্তও হয়নি।

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে দশটার দিকে নগরীর ইপিজেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেঘনা পেট্রোলিয়াম তেল পরিশোধনাগার থেকে একটি তেলবাহী ট্রেন বের হচ্ছিল। এসময় বিমানবন্দর থেকে শহরের দিকে যাওয়া দ্রুতগামী একটি বাস সিগনাল ভেঙে সজোরে তেলবাহী ট্রেনটির ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক উল্টে যায় বাসটি, গুরুতর আহত হন রেলের গেটম্যানসহ দুই বাসযাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তবে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, আজিজুল হক, আসাদুজ্জামান ও মিটন কান্তি দে।

এসজেড/

Exit mobile version