Site icon Jamuna Television

নোয়াখালীতে ড্রেনের ভেতর মিললো বৃদ্ধের লাশ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ড্রেনের ভেতর থেকে আব্দুল মান্নান (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, সোমবার (৬ মার্চ) এশার নামাজের পর চাচা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে তার মুঠোফোনে কল করলে রিং হয় কিন্তু রিসিভ হয়নি। পরদিন সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাক বাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা গেছেন।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএআর/

Exit mobile version