Site icon Jamuna Television

ডিবির ফাঁদে আটকা পড়লো নোয়াখালীর জিনের বাদশা!

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শহীদুল ইসলাম ওরফে শহীদ উল্যা (৫০) নামে এক প্রতারক জিনের বাদশাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরআগে, সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে শহীদকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, জান্নাত আরা নামে এক গৃহবধূর কাছ থেকে প্রতারক শহীদ জিনের ভয় দেখিয়ে কবিরাজির কারসাজি করে ৮ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পাতানো ফাঁদে ফেলে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

এএআর/

Exit mobile version