Site icon Jamuna Television

শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আরও কিছু জেলায়

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সৃষ্টি হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের আরও কিছু জেলায়। ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল হয়েছে বিভিন্ন জেলাতেও।

বুধবার সকালে চট্টগ্রামে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল বের করে। এসময় তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে ৯ দফা দাবি তুলে ধরে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় তারা। একইসাথে নৌমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। একই দাবিতে গাজীপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version