Site icon Jamuna Television

বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে ঘুরে দাঁড়াতে হবে: মেসি

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের হেরেছে লিওনেল মেসির দল পিএসজি। কোয়ার্টার ফাইনালে যেতে হলে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জয়ের বিকল্প কোনো পথ নেই মেসিদের সামনে। বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে; পিএসজির ক্লাব ওয়েবসাইটে এমন সংকল্পের কথা জানিয়েছেন লিওনেল মেসি। খবর দ্যা মিররের

বায়ার্নের মাঠে এখনও অবধি কোনো গোল করতে পারেননি ফুটবল মহাতারকা লিওনেল মেসি। সেই সাথে, বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের তাদের মাঠে গিয়ে হারানো কোনো দলের জন্যই সহজ কাজ নয়। তাছাড়া আক্রমণভাগের বড় তারকা নেইমারকে পাচ্ছে না পিএসজি। অ্যাঙ্কেলের চোটে মৌসুমই শেষ হয়ে গেছে তার। চোটে পড়ার আগে ভালো ছন্দে ছিলেন এই ব্রাজিলিয়ান।

ছবি: সংগৃহীত

সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হলেও মেসি নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তিনি বলেন, আমার মনে হয় মার্শেইয়ের বিপক্ষে আমরা উন্নতি করেছি। দল আরও শক্তিশালী হয়েছে। এখন বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এটাই সবার লক্ষ্য। এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। আমরা মিউনিখে গিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবো। তবে আমার মনে হয় নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করলে জেতা সম্ভব।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফুটবলের এই মহাতারকা। এরমধ্যেই করেছেন ১৮টি গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোলও। সেরা পাঁচ লিগে আর্জেন্টাইন অধিনায়ক ছাড়া এমন রেকর্ড রয়েছে স্রেফ ক্লাব সতীর্থ নেইমারের। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে ফিরতি লেগের ম্যাচটি।

/আরআইএম

Exit mobile version