Site icon Jamuna Television

জন্মদিনে সুখবর দিলেন জাহ্নবী

জাহ্নবী কাপুর।

সম্প্রতি ২৭ বছরে পা দিয়েছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সোমবার (৬ মার্চ) নিজের জন্মদিনে ভক্তদের জন্য দারুণ এক খুশির খবর দিলেন জাহ্নবী।

জানা গেছে, বলিউড পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি জমাবেন জাহ্নবী। এই প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা ‘এনটিআর ৩০’তে দেখা যাবে জাহ্নবীকে। কোরাতালা শিবার পরিচালনায় সিনেমাটিতে এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করছেন তিনি। প্রকাশ্যে এসেছে সে সিনেমার লুকও।

জন্মদিনে এই সাফল্যের খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন জাহ্নবী। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ফার্স্ট লুক পোস্টার। যেখানে গ্রাম্য যুবতীর বেশে দেখা গেছে জাহ্নবীকে। পোস্টারে লেখা আছে, ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ কী আছে ‘এনটিআর ৩০’-এর কাহিনিতে? কুয়াশা কেটে ক্রমশই স্পষ্ট হবে সামনে।

/এসএইচ

Exit mobile version