Site icon Jamuna Television

জেল থেকেই জ্যাকলিনকে প্রেমিকের চিঠি!

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।


বেশ অনেকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এদিকে, ২০০ কোটি রুপি তছরুপের অভিযোগে জ্যাকলিনের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর বর্তমানে তিহার জেলে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

সোমবার (৬ মার্চ) তিহার জেল থেকেই প্রেমিকা জ্যাকলিনকে একটি প্রেমপত্র লিখেছেন সুকেশ।

এক সময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। অর্থ তছরুপ মামলায় সুকেশের নাম জড়ানোর পর জেরার মুখে পড়ে উল্টো সুর ধরেছিলেন জ্যাকলিন। তখন অকপটে বলেছিলেন, সুকেশ তার জীবনকে নরকে পরিণত করেছেন।

এদিকে, জেলে বসেই জ্যাকলিনকে সুকেশ প্রতিশ্রুতি দিলেন, তার জীবনের সব হারানো রঙ আবারও ফিরিয়ে দেবেন। ফিকে রঙগুলি ১০০ গুণ বাড়িয়ে দেবেন! হোলি উপলক্ষে প্রিয়তমার উদ্দেশে লেখা চিঠিতে এমনটাই জানান সুকেশ।

দোল উৎসবে লম্বা চিঠিতে জ্যাকলিনকে ‘বেবি গার্ল’ বলে সম্বোধন করেন সুকেশ। প্রেমিকার উদ্দেশে লেখেন, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটিকে দোলের শুভেচ্ছা জানাতেই এই চিঠি বলেও জানান সুকেশ। জ্যাকলিনকে রাজকুমারী সম্বোধন করে সুকেশ তাকে সব সময় হাসিখুশি থাকতে বলেন। আর শেষে লেখেন, খুব ভালবাসি। মিস করছি।

/এসএইচ

Exit mobile version