Site icon Jamuna Television

৪০ লাখ বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানা ভারতের সুপ্রিম কোর্টের

আসামে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা এনআরসি থেকে বাদ পড়া ৪০ লাখ বাসিন্দার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবারের রায়ে একে নিছকই খসড়া তালিকা আখ্যা দেন আদালত। বিচারপতি রঞ্জস গগোই এবং আর এফ নারিমানের গঠিত বেঞ্চটি বলেন, খসড়ার ওপর নির্ভর করে কোনো ব্যবস্থা নিলে তা বৈধ হবে না।

এছাড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের দাবি-দাওয়া ও বিরোধীতার প্রেক্ষিতে পরবর্তী করণীয় স্পষ্ট করতে কেন্দ্রীয় সরকারকেও দেয়া হয় নির্দেশনা।

এদিকে, আসামের এনআরসি ইস্যু ভারতকে গৃহযুদ্ধ ও রক্তক্ষয়ী সহিংসতার দিকে ঠেলে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version