Site icon Jamuna Television

উইন্ডিজ দলের সহকারী কোচের দায়িত্বে বদ্রি

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্যামুয়েল বদ্রিকে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দায়িত্ব পালন করবেন সাবেক এই উইন্ডিজ লেগ স্পিনার।

চলতি টেস্ট সিরিজ শেষে আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সীমিত ওভারের সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এর আগে জাতীয় দল ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।

বদ্রি বলেন, স্পিন পরামর্শক হিসেবে আগের যে দায়িত্ব, সেটিরই ধারাবাহিকতা অনুসারে আরেকটু বিস্তৃত দায়িত্ব এটি। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি আমি। ওদের কয়েকজনের সঙ্গে আমি খেলেছি, প্রায় সবাইকে খুব ভালোভাবে চিনি। দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জিং সফরে নিজেদের মেলে ধরতে চাই আমরা।

খেলোয়াড়ি জীবনে বদ্রি ছিলেন উইন্ডিজ দলের টি-টোয়েন্টি স্পেশালিস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছরের ক্যারিয়ারে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে অন্য কোনো সংস্করণে জাতীয় দলে দেখা যায়নি এই স্পিনারকে। এছাড়া ২০১২ ও ২০১৬ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।

/আরআইএম

Exit mobile version