Site icon Jamuna Television

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে সাকিব

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়ার দুইদিন পরই আরেকটি সুসংবাদ পেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বোলারদের হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উন্নীত হয়েছেন তিনি। সেরা ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভোমরা।

ওয়ানডে ইতিহাসের মাত্র ১৪তম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট নেয়ার কীর্তি গড়েন সাকিব। ২২৭ ম্যাচ খেলে তিনি এই রেকর্ড করেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগাররা ২-১ সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরমেন্সে বরাবরের মতো সবার নজর কেড়েছেন সাকিব। প্রথম দুই ম্যাচে ১টি করে উইকেট নিলেও তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন এই তারকা অলরাউন্ডার।

এই সিরিজে ব্যাট হাতেও অসাধারণ পারফর্ম করেন সাকিব। তিন ম্যাচে ৮, ৫৮ এবং ৭৫ রানের তিনটি ইনিংস খেলেন তিনি। আর তাতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তিনি।

/আরআইএম

Exit mobile version