Site icon Jamuna Television

কোচের ভূমিকায় সাকিব!

ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজের পর মাত্র এক দিনের অনুশীলনে ইংল‍্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তাইতো অন‍্যরা যখন নেটে ব‍্যস্ত তখন টাইগার দলপতি সাকিব আল হাসান সরাসরি সেন্টার উইকেটে এসে লম্বা সময় করলেন পাওয়ার হিটিং অনুশীলন। অধিনায়কের পথ ধরে একে একে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও রনি তালুকদার আসেন। এরপরেই তাদের ব্যাটিং দীক্ষা দেন সাকিব।

পাওয়ার হিটিং অনুশীলনে দলের সবাইকে হয়তো সেই বার্তাটাই দিয়েছেন সাকিব, যে আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে টি-টোয়েন্টি। নিজের অনুশীলন শেষে লিটন দাস ও রনি তালুকদারকে সেন্টার উইকেটে ব‍্যাটিং করিয়েছেন সাকিব। নিজেই কোচের ভূমিকা নিয়ে দু’জনকে দিয়েছেন ব‍্যাটিং টিপসও।

এরপর অনুশীলনের শেষ দিকে দলের সব ব‍্যাটারদের নিয়ে হয়েছে ছক্কা মারার এই ড্রেস রিহার্সাল। কে কত দূরে বাউন্ডারিতে বল পাঠাতে পারে সেই প্রতিযোগিতা চলেছে অন্তত আধঘণ্টা। এই যেন নতুন এক বার্তা বাংলাদেশের ক্রিকেটের জন্য।

সবসময়ই সাকিব অন্যদের চেয়ে আলাদা। মাঠের সব আলোই যেন থাকে তার দিকে। ফ্লাডলাইটের আলোর সঙ্গে ক্যামেরাও যেন পর্যায়ক্রমে এই টি-টোয়েন্টি অধিনায়কের ওপর নিবদ্ধ হয়ে যায়। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের চনমনে ভাব সাকিব ধরে রাখতে চান ম্যাচ শেষেও। আপাতত দলের সবাইকে এক সুতোয় গাঁথার চেষ্টা চালাচ্ছেন তিনি। কোথাও কোনো কমতি যেন না থাকে সেদিকেই এখন তার পূর্ণ মনোযোগ।

/আরআইএম

Exit mobile version