Site icon Jamuna Television

চলে গেলেন ‘রানি রাশমণি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা অরিজিত

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অরিজিত ব্যানার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মঙ্গলবার (৭ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অরিজিত মূলত রানি মাশমনির জন্য ব্যপক জনপ্রিয় ছিলেন। এছাড়াও তিন শক্তির আঁধার, গোপাল ভাঁড়সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

বুকে ও ঘাড়ে ব্যাথাজনিত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অরিজিত। সোমবার রাতে বেশি খারাপ অনুভব করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি সেখানেই মারা যান।

এটিএম/

Exit mobile version