Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বেলা রাণী (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া কালী মন্দিরের পাশে কাঁঠাল গাছের ডাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বেলা রাণীর স্বামী কৃপণ সিংহ বলেন, মঙ্গলবার রাতে দোল পূজার গান শুনে তিনি আর তার স্ত্রী বেলা বাড়ি এসে শুয়ে পড়েন। পরে তার অজান্তে বেলা কখন ঘর থেকে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। দীর্ঘদিন থেকেই বেলা রাণী, পূর্ণিমা ও অমাবস্যার সময় অস্বাভাবিক আচরণ করতো এবং অনেক সময় ঘর থেকে বের হয়ে যেত।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিহত গৃহবধূ ওই গ্রামের কৃপণ সিংহের স্ত্রী ও পাড়িয়া ইউনিয়নের সোলাবন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে।

এটিএম/

Exit mobile version