Site icon Jamuna Television

ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যান্ত দফায় দফায় স্থানীয় সাংসদ মুজিবুর রহমার চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের সাথে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়েছে। সংর্ঘষ চলাকালে উভয় পক্ষের একাধিক অফিস ভাঙচুর সহ ১০ জন গুরুতর আহত হয়।

আহতদের স্থানীয় জনতা ও থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেছেন। কাজী জাফরউল্লাহর সমর্থকদের মধ্যে গুরুতর আহতরা হলো সোহাগ মোল্লা(২৫), দেলোয়ার হোসেন(৩০), শাহেন শাহ(৩০), কামাল মাতুব্বর। এমপি নিক্সন চৌধুরীর সর্মথকদের মধ্যে টোকন মাতুব্বর নামে একজন আহত হয়।

এব্যাপারে ভাঙ্গা থানায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Exit mobile version