Site icon Jamuna Television

গুলিস্তানে বিস্ফোরণ: সর্বশেষ নিখোঁজ থাকা ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেদী হাসান স্বপন। সংগৃহীত ছবি।

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তুপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা ২১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার করা মরদেহটি মেহেদী হাসান স্বপন নামের এক ব্যক্তির। এই ঘটনায় সর্বশেষ ব্যক্তি হিসেবে তিনি নিখোঁজ ছিলেন বলে জানায় ফায়ার সার্ভিস। বাংলাদেশ স্যানেটারি নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন তিনি। তাকে উদ্ধারের মধ্য দিয়ে সব ভুক্তভোগীকে করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে, বৃহস্পতিবার সকালে বেজমেন্টে ৩ থেকে ৪ ফুট জমে থাকা পানি অপসারণ করে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই পানি ভবনটির রিজার্ভারের হতে পারে বলে ফায়ার সার্ভিস জানায়। ভবনের বেজমেন্ট ও নিচ তলা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তাই ঝুঁকি এড়াতে ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে উদ্ধার কার্যক্রম। এদিকে, বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বংশাল থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।

/এমএন

Exit mobile version