Site icon Jamuna Television

প্রেম করে বিয়ে করায় হত্যা, তিন জনের যাবজ্জীবন

কামাল হোসাইন, নেত্রকোণা

নেত্রকোণার কেন্দুয়ায় প্রেম সংক্রান্ত বিয়ের জেরে রিপন মিয়াকে হত্যার দায়ে বুধবার তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত।

বুধবার দুপুরে আসামিদের উপস্থিতে নেত্রকোণার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা’র আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, কেন্দুয়া উপজেলার রামচন্দপুর গ্রামের, দুলাল মিয়া, বাবুল মিয়া ও রাসেল মিয়া।

নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, প্রেম করে পরিবারের অমতে বিয়ে করে দুলাল মিয়া। এ ঘটনার জেরে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর রাত ৯ টায় রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার রাইস মিলের সামনে আসামিরা রিপন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে রিপন মিয়ার বড় ভাই সাইফুল আলম তপন বাদী হয়ে কেন্দুয়া থানা একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।

Exit mobile version