Site icon Jamuna Television

নারীর প্রতি বৈষম্য দূর করতে সব বৈষম্য কমাতে হবে: জি এম কাদের

নারীর প্রতি বৈষম্য দূর করতে হলে আগে দেশের সার্বিক বৈষম্য দূর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে দলটির বনানী কার্যালয়ে আন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, ক্ষমতা আজ জনগণের হাতে নেই, এককেন্দ্রীক হয়ে গেছে। সাধারণ মানুষের কোনো অধিকার নেই। আগে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

আলোচনা সভায় অংশ নিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, স্বাধীনতার এতো বছর পরও দেশের নারীরা নির্যাতন ও নিপিড়নের শিকার হচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। শক্ত হাতে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং তা আদায় করে নিতে হবে। নারীদের অবদান ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

/এমএন

Exit mobile version