Site icon Jamuna Television

‘ভূমিকম্প পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকার’, বিক্ষোভে উত্তাল তুরস্ক

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এরদোগান সরকার, এই স্লোগান তুলে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার তুর্কি নাগরিক। বুধবার (৮ মার্চ) রাতে ইস্তাম্বুলের রাস্তায় ব্যানার নিয়ে সরব হন তারা। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। খবর বিবিসির।

মূলত আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির আওতায় ছিল এ বিক্ষোভ-সমাবেশ। এসময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘেরাও করতে চাইলে বাধা দেয় পুলিশ। পিপার স্প্রেও ছোড়া হয়।

এ সময় উসকানিমূলক স্লোগান দেয়ার অপরাধে ৫ নারীকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের বক্তব্য, একনায়ক এরদোগানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই মোক্ষম সময়। কারণ তার সরকারের ব্যর্থতার কারণেই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বাড়ছে।

১০টি প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বহু অমূল্য স্থাপনা-পুরাকীর্তি রক্ষায়ও সরকারের কার্যকর কোনো উদ্যোগে নেই বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৪৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বলা হচ্ছে, ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার।

এসজেড/

Exit mobile version