Site icon Jamuna Television

পালাতে পারলেন না ৩ নম্বর বাসের ড্রাইভার

বিমানবন্দরের সামনের গোল চত্বরে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। গাড়ি থামিয়ে নিজেদের মতো করে শ্লোগান দিয়ে যাচ্ছিলেন তারা।

বেলা সাড়ে ১১টার দিকে নিকুঞ্জ পার হয়ে উত্তরার দিকে যাচ্ছিল একটি ৩ নম্বর বাস। শিক্ষার্থীরা থামার ইঙ্গিত দিলেও মানতে চাইলেন না চালক। সামনে না গিয়ে, ইউটার্ন নেয়ার চেষ্টা করেন চালক। ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় কাঁচ। এখানেই শেষ নয়। পরে ওই বাসটি আড়াআড়ি রেখে ব্যারিকেড সৃষ্টি করেন তারা। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।

সাধারণ মানুষের ওপর কোনো হামলা না হলেও আতঙ্কিত হয়ে ওঠেন অনেকে। কেউ কেউ আশ্রয় নেন আশপাশের দোকানপাটে। কেউ কেউ বিমানবন্দরের ভেতরের রাস্তায় যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কারণ সেখানেও কঠোর অবস্থানে নিরাপত্তা প্রহরী।

Exit mobile version