Site icon Jamuna Television

বয়স্ক ব্যক্তিকে রিক্সা করে সহযোগিতা

ঘটনাটি খিলক্ষেত মোড়ের। কয়েকজন শিক্ষার্থী উল্টো পথ দিয়ে আসা মোটরসাইকেল, রিক্সা আটকে দিচ্ছিলেন। তাদেরকে অনুরোধ করা হয়, সঠিক পথ দিয়ে যাওয়ার জন্য।

এসময় পাশে দাঁড়ানো একজন বয়স্ক মানুষ, একটি রিক্সার দেখা পান। রিক্সাচালককে অনুরোধ করেন, তাকে বিমানবন্দরে পৌছে দিতে। কিন্তু রাজি হলেন না রিক্সাচালক।

এগিয়ে এলেন, রাজউক উত্তরা মডলে কলেশের এক শিক্ষার্থী। রিক্সাচালককে অনুরোধ করলেন, বয়স্ক মানুষটিকে গন্তব্যে পৌঁছে দিতে। শিক্ষার্থীর আবেদনে মন গলে রিক্সাচালকের, রাজি হন, বয়স্ক মানুষটিকে নিয়ে যেতে।

Exit mobile version