Site icon Jamuna Television

মেডিকেল ভর্তি পরীক্ষা কাল

ফাইল ছবি।

শুক্রবার (১০ মার্চ) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে মেডিকেলের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ের এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার প্রতি আসনের বিপরীতে ১১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। সরকারি ও বেসরকারি মোট ১০৮টি মেডিকেল কলেজে আসন আছে ১১ হাজার ১২২টি। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে এক্সপার্টদের নিয়ে ডিজিটালি মনিটরিং করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version