Site icon Jamuna Television

কঙ্গোয় রাতভর সন্ত্রাসী হামলায় প্রাণহানি কমপক্ষে ৩৬

কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে রাতভর সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় কিভু প্রদেশের মুকোন্দি গ্রামে ভয়াবহ এ হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন গ্রামবাসী। আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। ভয়াবহ এ সহিংসতার ঘটনায় প্রাণ বাচাঁনোর জন্য গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেকেই।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস এডিএফ’র সদস্য। তাদের সাথে ইসলামী জঙ্গী গোষ্ঠী আইএসএস’র সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে এখনও কেউ হামলায় দায় স্বীকার করেনি। দেশটির এ অঞ্চলে প্রায়ই বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। ২০২১ সাল থেকে অঞ্চলটি সামরিক শাসনের অধীনে রয়েছে।

এটিএম/

Exit mobile version