Site icon Jamuna Television

পাকিস্তানে নারী দিবসের র‍্যালিতে পুলিশের বাধা, লাঠিচার্জ

প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাকিস্তানে আয়োজন করা হয় ‘আউরাত মার্চ’ নামের র‍্যালি। তবে এ বছর তা রূপ নিয়েছে সহিংসতায়। বুধবার (৮ মার্চ) র‍্যালিতে অংশগ্রহণকারী ও পুলিশের মধ্যে হয় সহিংসতা। খবর জিও নিউজের।

বুধবার ইসলামাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় শত শত নারী, ট্রান্সজেন্ডারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অভিযোগ, পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। ফলে বাধে পুলিশের সাথে বাকযুদ্ধ। যা পরে রূপ নেয় সহিংসতায়।

পুলিশের অভিযোগ, নারী দিবসের র‍্যালিতে বিপুল পরিমাণ ট্টান্সজেন্ডার কমিউনিটির মানুষ যোগ দেয়ার চেষ্টা করেছে। তাই তারা বাধা দিয়েছে। আরও অভিযোগ, র‍্যালিতে অংশগ্রহণকারীরা সরকার ও মিডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।

এদিকে র‍্যালিতে ছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান। তিনি টুইটারে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এটিএম/

Exit mobile version