Site icon Jamuna Television

গাজীপুরে শিক্ষা সফরের বাসে ভয়াবহ আগুন, আহত অন্তত ১০

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের বাসে এ ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী।

প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বার্ষিক শিক্ষা সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার ড্রিম হলিডে পার্কে যান তারা। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন। তবে ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছালে হঠাৎ বাসে আগুন লেগে যায়। এ সময় বাস থেকে লাফিয়ে নেমে যায়। তবে আহত হয়েছে অন্তত ১০ জন।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এসজেড/

Exit mobile version