Site icon Jamuna Television

তীব্র তাপদাহে অতিষ্ঠ ভারতের কেরালা রাজ্য; তাপমাত্রা উঠছে ৫৪ ডিগ্রি পর্যন্ত!

তীব্র তাপদাহে ভোগান্তিতে ভারতের কেরালা রাজ্য। রাজ্যটির বেশ কিছু এলাকায় ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খবর এনডিটিভির।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুসারে, রাজধানী থিরুভান্তাপুরামের কিছু কিছু অংশে অনুভূত হয়েছে ৫৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা। সেই তালিকায় ছিল আরও ৭টি জেলা।

গেল কয়েকদিন ধরেই রাজ্যটিতে ৪৫-৫৪ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। অসহনীয় গরমে হিটস্ট্রোক, জ্বর, ডায়রিয়া এবং পানি শূন্যতায় আক্রান্ত হচ্ছে মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় শুরু হয়েছে লোডশেডিং। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। গ্রীষ্মকালের শুরুতেই তীব্র দাবদাহে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা।

এটিএম/

Exit mobile version