Site icon Jamuna Television

বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল (বৃহস্পতিবার) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলায় দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর থেকে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। এতে রাজধানীজুড়ে এক ধরনের স্থবিরতা নেমে আসে। বেশ কিছু জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষও হয়েছে। ভাঙচুর করা হয়েছে শতাধিক যানবাহন। ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনাও।

এ প্রেক্ষিতে দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, দোষীদের দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করে সর্বোচ্চ সাজা দেয়া হবে।

ফিটনেসবিহীন ও রুটপারমিটবিহীন গাড়ি যেন চলাচল করতে না পারে এবং ড্রাইভিং লাইসেন্সবিহিন চালক যাতে গাড়ী চালাতে না পারে সেজন্য আইন প্রয়োগকারী সংস্থা কঠোরভাবে আইন প্রয়োগ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version