Site icon Jamuna Television

নাইজেরিয়ায় বাস-ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহত

নাইজেরিয়ায় বাস এবং ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছৈ। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৯ মার্চ) বাণিজ্যিক শহর লাগোসে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্টের।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধারের পর গুরুতর আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়।

দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, ট্রাফিক সিগন্যাল অমান্য করার ফলে এ সংঘর্ষ হয়। বেপরোয়াভাবে বাস চালানোই দুর্ঘটনার মূল কারণ। লাগোস শহরে সচারচর বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা হয়। সম্প্রতি দুর্ঘটনা এড়াতে দেশটিতে কার্যকর করা হয়েছে বিভিন্ন আইন ও জরিমানা। তবুও ট্রাফিক আইন মানতে যানবাহন চালকদের মাঝে অনীহা দেখা যায়।

এটিএম/

Exit mobile version