Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে উদ্ধার আরও ৮৩ অভিবাসন প্রত্যাশী, শনাক্ত ১৯টি নৌকা

ছবি: সংগৃহীত।

ভূমধ্যসাগরে আরও ৮৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্ট গার্ড। সেই সাথে অভিবাসী বোঝাই আরও ১৯টি নৌকা শনাক্ত করেছে ইতালির নৌবাহিনী। খবর সংবাদ সংস্থা এপির।

বুধবার (৮ মার্চ) দুটি ডিঙি নৌকায় করে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিল উদ্ধার হওয়া অভিবাসীরা। ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে কোস্ট গার্ডের নজরে আসে নৌকা দুটি। সম্প্রতি এই পথে নৌকাডুবি বেড়ে যাওয়ায় ভূমধ্যসাগরে তাদের নজরদারি বাড়িয়েছে ইতালি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে তিউনিসিয়া এবং লিবিয়া থেকে সাগর পথে এ পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছে। সাগর পথে আসার সময় চলতি বছরেই নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছে ৩ শতাধিক।

এসজেড/

Exit mobile version