Site icon Jamuna Television

নাটোরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে চার বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সজিব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ এর এএসপি আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় সুলতানপুর বাজারের একটি দোকানে দাঁড়িয়ে থাকা সজিব হোসেন র‌্যাবকে দেখতে পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল চার বছরের ওই শিশুটিকে ধর্ষণ করে সজিব হোসেন ভুট্টার ক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে সজিব হোসেনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version