Site icon Jamuna Television

বিশ্বকাপের ছুটি কাটিয়ে ক্লাবে ফিরলেন মেসি

বিশ্বকাপের ছুটি কাটিয়ে আবারো ক্লাব বার্সেলোনায় ফিরেছেন লিওনেল মেসি। প্রথম দিনে ছিলো না কোনো অনুশীলন তবে স্বাস্থ্য পরীক্ষা নেয়া হয়েছে ফুটবলারদের।

বিশ্বকাপের ধকল শেষে ফুটবলারদের শারীরিক অবস্থা যাচাই করতেই এই মেডিকেল টেস্ট সেরে নিয়েছে বার্সেলোনা। মেসি ছাড়াও এদিন দলের সঙ্গে যোগ দেন জর্ডি আলবা, সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকে।

তবে পরীক্ষা শেষে কোন নেতিবাচক রিপোর্ট পাওয়া যায়নি। চলতি সপ্তাহের শেষেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনার। এরপর একে একে কাতালান শহরে পাড়ি দেয়ার কথা রয়েছে ইভান রাকিটিচ, লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কুটিনিয়ো, উসমান ডেম্বেলে ও স্যামুয়েল উমতিতিরা।

আগামী ১২ অাগস্ট স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চায় বার্সেলোনা।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version