Site icon Jamuna Television

‘সীতা’র ভূমিকায় বলিউডে অভিষেক হবে সাই পল্লবীর!

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সাই পল্লবীর। এ সিনেমায় ‘সীতা’র ভূমিকায় দেখা যাবে তাকে। যদিও এ বিষয়ে এখনও কিছু খোলাসা করেননি সাই। তবে, তার বলিউডে অভিষেকের খবরে এখন বেশ শোরগোল নেটপাড়ায়।

নির্মাতা মাধু মান্টেনার ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে নানা খবর। বিশেষ করে সিনেমার কাস্টিং নিয়ে চলছে বিভিন্ন জল্পনাকল্পনা। আগেই খবর ছিল, এ প্রকল্পে রামের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে। এর ‘সীতা’ রূপে দক্ষিণের সাই পল্লবীকে।

যদিও সীতার ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে শোনা গিয়েছিল শুরুতে। কিন্তু একই নির্মাতার সিনেমায় ‘দ্রৌপদী’র চরিত্রে দীপিকা অভিনয় করছেন। তাই সীতার ভূমিকায় নির্মাতারা চেয়েছিলেন অন্য কোনো অভিনেত্রীকে। তবে শর্ত ছিল, তাকে অবশ্যই জনপ্রিয় হতে হবে।

গুঞ্জন শোনা যাচ্ছে, এ সিনেমার চুক্তিপত্রে সইও করে ফেলেছেন সাই। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকেই।

/এসএইচ

Exit mobile version