Site icon Jamuna Television

জামিন পেলেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি

মানবতাবিরোধী অপরাধে ২০ বছরের সাজাপ্রাপ্ত নোয়াখালীর আব্দুল কুদ্দুস এর জামিন দিয়েছে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধীর জামিন দিল সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার আব্দুল কুদ্দুসের জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

আদালতে কুদ্দুসের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২৯ জুলাই আব্দুল কুদ্দুসকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একই সঙ্গে ওই হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের আব্দুল কুদ্দুসের অসুস্থতা নিয়ে আজ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিলো। এরপরই জামিন বিষয়ে আদেশ দেয়ার কথা ছিলো।

গত ১৩ মার্চ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Exit mobile version