Site icon Jamuna Television

রুশ ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন, পূর্বাঞ্চলে কিয়েভের ‘প্রতিশোধ’

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে এবার নতুন করে অভিযান শুরু করেছে ইউক্রেন। পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে শনিবার (১১ মার্চ) ভোর পর্যন্ত চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা গোলাবর্ষণ। খবর বিবিসির।

কিয়েভ-বাখমুতসহ বিভিন্ন এলাকায় এরই মধ্যে মিলেছে রুশ তাণ্ডবের প্রমাণ। এ অবস্থায় প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, সার্বিকভাবে ইউক্রেনকে কোণঠাসা করার পরিকল্পনাতেই হামলার ব্যাপকতা বাড়িয়েছে রাশিয়া।

এদিকে, গত কয়েকদিনে কিয়েভ-বাখমুতসহ বিভিন্ন এলাকায় রুশ তাণ্ডবে নিহত সামরিক-বেসামরিকদের স্মরণে আয়োজিত হয়েছে বিশেষ শোকসভা। সেখানে নিহতের শান্তি কামনায় চলে প্রার্থনাও। এসময় নিহতের পরিবারের সদস্যদের সান্তনা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এসজেড/

Exit mobile version