Site icon Jamuna Television

যা জানা গেলো বাইডেনের সাথে ইউরোপীয় কমিশন প্রধানের বৈঠক শেষে

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্পর্কোন্নয়ন, বাণিজ্যসহ নানা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথ বৈঠক করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন। খবর সিএনএনের।

শুক্রবার (১০ মার্চ) হোয়াইট হাউসে আলোচনায় বসেন তারা।

এদিন, ইউক্রেন ইস্যুতে নিজেদের ঐক্যের বিষয়ে কথা বলেন তারা। লড়াই চালিয়ে যেতে দেশটিকে সব ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। আলোচনা হয় রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার বাস্তবায়নের বিষয়েও।

বৈঠকে, ওয়াশিংটন ও ইইউ ভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের ওপর জোর দেন তারা। এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে ঐক্যমতে পৌঁছান দুই নেতা।

এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেন, রুশ জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র অনেক সাহায্য করেছে। ইউক্রেনে সমর্থন ইস্যুতেও আমাদের আদর্শ অভিন্ন। রাশিয়াকে এ আগ্রাসনের উপযুক্ত জবাব দেবো আমরা। এছাড়া সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও প্রেসিডেন্ট বাইডেনের সাথে আলোচনা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান।

/এসএইচ

Exit mobile version