Site icon Jamuna Television

পোষা বিড়াল কেন মুখে করে মরা প্রাণী বাড়িতে নিয়ে আসে?

মুখে করে মৃত প্রাণী নিয়ে এসেছে বিড়াল! যাদের বাড়িতে পোষা বিড়াল আছে, বা বাড়ির আশেপাশে বিড়াল থাকে, তারা এই দৃশ্য প্রায়ই দেখতে পান। কিন্তু কেন মুখে করে মৃত প্রাণী নিয়ে আসে বিড়াল? কারণ জানলে অবাক হবেন-

গবেষকরা বলছে, বিড়ালের এই আচরণের নেপথ্যে রয়েছে কারণ। বিড়াল জন্মগতভাবে শিকারি প্রাণী। বিবর্তনের সঙ্গে বিড়াল গৃহপালিত পশু হলেও তাদের শিকারি স্বভাবটি প্রচ্ছন্নভাবে থেকেই যায়। তাই তারা সুযোগ পেলেই ইঁদুর, পাখি ইত্যাদি ছোট প্রাণী শিকার করে এবং তা বাড়িতে এনে খায় বা তার ছানাদের খাওয়ায়। কোনো কারণে যদি শিকার করার পরে তখনই না খায়, তাহলেও সে শিকার ছেড়ে আসে না, সেটি মুখে করে বাড়িতে নিয়ে আসে পরে খাবে বলে।

বিড়ালের আরও একটি অদ্ভুত অভ্যাস লক্ষ্য করা যায়। বিড়াল ঘনঘন আড়মোড়া ভাঙে। এর কারণ, বিড়াল সাধারণত দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা করে ঘুমায়। ঘুমানোর সময়ে বিড়ালের রক্তচাপ কমে যায়। ফলে বারবার স্ট্রেচ করলে তা আবার স্বাভাবিক অবস্থায় আসে।
তথ্যসূত্র: নিউজ এইটিন
ইউএইচ/

Exit mobile version