Site icon Jamuna Television

ভোট দিতে পারবেন এনআরসি বহির্ভূক্ত আসামবাসী

আসামে, নাগরিকত্ব তালিকা- এনআরসি থেকে বাদ পড়লেও, ভোট দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন না বাসিন্দারা। জানিয়েছেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটার তালিকায় প্রভাব ফেলবে না এনআরসি। ফলে, বাদ পড়া ৪০ লাখ বাসিন্দাদের মধ্যে যারা নিবন্ধিত ভোটার, তাদের ভোটাধিকার চর্চায় কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না।

আসছে জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশ করবে ভারতের নির্বাচন কমিশন। তাই, আসাম সরকারের চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষার সুযোগ নেই বলেও জানান রাওয়াত।

গেলো সোমবার এনআরসি প্রকাশের পরদিনই একে খসড়া তালিকা আখ্যা দেন ভারতের সুপ্রিম কোর্ট। বাদ পড়া বাসিন্দাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতেও নির্দেশনা দেয়া হয়।

Exit mobile version