Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে স্বামীর নির্যাতন সইতে না পেরে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর

ছবি: সংগৃহীত

মাতাল স্বামীর নির্যাতন সইতে না পেরে দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ৩৮ বছর বয়সী এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায়। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, মদ পান করাই ছিল স্বামীর নেশা। মদ পান করে বাড়িতে ফিরিয়ে স্ত্রীর ওপর নির্যাতন চালাতো স্বামী। দিনের পর দিন নির্যাতন সইতে না পেরে ওই নারী দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

পুলিশের সাব-ডিভিশনাল অফিসার সসি পাটেক বলেন, খবর পাওয়ার পর শুক্রবার (১০ মার্চ) রেললাইন থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ছেলের পকেট থেকে একটি নোট উদ্ধার করা হয়। যাতে লেখা ছিল আমাদের বেঁচে থাকার ইচ্ছা না থাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছি। কারণ বাবা মাতাল অবস্থায় বাড়ি ফিরে আমাদের অনেক নির্যাতন করতেন।

তিনি আরও বলেন, আমরা ওই নারীর স্বামীকে গ্রেফতার করেছি এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

/এনএএস

Exit mobile version